কলকাতা: মার খেয়ে বাংলাদেশের (Bangladesh) ইউটিউবার হিরো আলম (Hero Alam) বললেন, আওয়ামি লিগ ও বিএনপির পার্থক্য কোথায়? তাঁর উপর হামলার জন্য বিএনপিকে দায়ী করে হিরো আলম বলেন, আগে আওয়ামি লিগের হামলার শিকার হয়েছিলাম। এবার হামলা করল বিএনপি। আওয়ামি লিগ ও বিএনপির পার্থক্য কোথায়? উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামি লিগের নেতা কর্মীরা কোণঠাসা হয়ে রয়েছে। একের পর এক মামলা হচ্ছে তাঁদের নামে। নেতারা আত্মগোপনে রয়েছেন। সেই জায়গীয় উজ্জীবিত বিএনপি। তাঁদের নেতারা নির্বাচনে ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছেন।
বাংলাদেশে একের পর এক বিশিষ্ট ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। এবার আদালত চত্বরেই আক্রান্ত হন জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। রবিবার বগুড়ার আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটেছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে হামকারারীরা কিল মারার পর চ্যাংদোলা করে বের করে মারধর করেন। পরে তাঁকে কান ধরে ওঠবোস করানো হয়। হিরো আলম আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সদ্য প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন।
আরও পড়ুন: কয়লা মামলায় অভিষেক-রুজিরার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
আরও খবর দেখুন