কলকাতা: বুধবার অর্থাৎ গতকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। উৎসবে দেখা যাবে দেশ-বিদেশের বহু সিনেমা। আর সেখানেই জায়গা করে নিয়েছে বাংলার ৭ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি। যেগুলি জায়গা করে নিয়েছে প্যানোরোমা বিভাগে।
আরও পড়ুন: কলকাতা চলচিত্র উৎসবের শেষ দিন কীভাবে উদযাপন হবে জানেন?
এবছর কলকাতা চলচিত্র উৎসবে মোট ৭ টি পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি স্ক্রিনিং হতে চলেছে। যার মধ্যে রয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘এই রাত তোমার আমার ‘। মুখ্য ভূমিকায় রয়েছেন অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। যা অগাস্ট মাসে ওটিটি প্লাটফর্মেও জায়গা করে নিয়েছিল।
রয়েছে অভিজিৎ চৌধুরী পরিচালিত- ঋষভ বসু, কোরক সামন্ত, বাদশা মৈত্র অভিনীত ‘ ধ্রুব আশ্চর্য জীবন’।
তালিকায় রয়েছে সন্দীপ্তা সেন অভিনীত ‘আপিস’।
রয়েছে আরও বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা। যা থেকে বলা যায় এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একেবারে জমজমাট।
দেখুন অন্য খবর