ওয়েবডেস্ক- জোড়া ঘূর্ণাবর্তে (Pair Of Cyclone) বৃষ্টি (Heavy Rain) জারি বঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা (South Bengal Monsoon) প্রবেশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতে।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে।
মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে।
আরও পড়ুন- আজ থেকে বন্ধ থাকবে ডুয়ার্সের জঙ্গল
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ অন্যান্য জেলাতে। আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে বেশ কিছু জেলাতে। মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
শহর কলকাতায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।
দেখুন ভিডিও-