নয়াদিল্লি: কে হবেন দিল্লির (Delhi) পরবর্তী মুখ্যমন্ত্রী (Chief Minister)? তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। রবিবার দুপুরে এক দলীয় সম্মেলন থেকে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ঘোষণা করেছেন, দুদিন পরে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। তবে কেন দুদিন পরে, এখনই নয় তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে না বসার সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল। তাঁর এই সিদ্ধান্তের পর থেকেই দিল্লির রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পাঁচ মাস পরে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। আপের সাংসদ সঞ্জয় সিং জানিয়ে দিলেন, আপের বিধায়কদের বৈঠকেই ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত শুক্রবার কেজরিওয়ালকে জামিন দিয়েছে সুপ্রিমকোর্ট। আদালত সূত্রে খবর, আদালত শর্ত দিয়েছে, জেল থেকে মুক্তি পেলেও তিনি কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না। এছাড়া প্রকাশ্যে এই সংক্রান্ত কোনও মন্তব্যও করতে পারবেন না।
আরও পড়ুন: তথ্যপ্রমাণ লোপাটে ৭ বছরের সাজা, টার্গেট কি বিনীত?
আরও খবর দেখুন