ফড়িং কিংবা মৌমাছির মতো আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াতে দেখা যায়। সেই সঙ্গে বিমানও দেখা যায়। কিন্তু এই দুই আকাশযানের অবতরণ পদ্ধতি অনেক আলাদা। বিমানের জন্য চাই বিশাল রানওয়ে আর হেলিকপ্টারের জন্য একটি হেলিপ্যাড (Helipad)। যেকোনও দুর্গম এলাকায় একটি হেলিপ্যাডের মাধ্যমেই অনায়সে অবতরণ করানো যায় একটি হেলিকপ্টার। আচ্ছা কখনও ভেবে দেখেছেন এই হেলিপ্যাডের (Helipad) উপর একটি বিশালাকার ‘এইচ’ দেখা যায়। কেন জানেন?
সেই সঙ্গে হেলিপ্যাডের অনেক রঙের ব্যবহার দেখা গেলেও হলুদ আর সাদা রঙের ব্যবহার সবচেয়ে বেশি। বিশালাকার বৃত্তের রং থাকে হলুদ এবং বৃত্তের মাঝে বড় করে ইংরেজি অক্ষর ‘এইচ’ সাদা রঙে লেখা থাকে। যেখানে আমরা পার্কিং বোঝাতে পি ব্যবহার করি বা ল্যান্ডিং এর ক্ষেত্রেও সেখানে যে কোনও দেশেই হেলিপ্যাডে এইচ লেখা থাকে। তার কারণ মূলত এই ‘এইচে’র লম্বা ২টি দাঁড়ি হলো হেলিকপ্টারের ২টি লম্বা পায়াকে দাঁড় করানোর জন্য। তাছাড়া হলুদ বৃত্ত ও মাঝে সাদা অক্ষরের এইচ পাইলটের দৃষ্টি আকর্ষণে সাহায্য করে। এর ফলে পাইলট সহজেই হেলিপ্যাডে হেলিকপ্টারটিকে নামাতে পারেন।
আরও পড়ুন: বিগ বসের অর্চনা মার খেলেন নিজের দলের কাছেই
হেলিপ্যাডগুলো সাধারণত কংক্রিটের তৈরি। সময় বাঁচাতে ধনী শ্রেণি মানুষেরা হেলিকপ্টার বেশি ব্যবহার করে থাকেন। নিজেদের বাড়ির ছাদে বা খোলা স্থানে হেলিপ্যাড তৈরি করেন। এছাড়াও বিভিন্ন বাহিনীর সদস্যরা আপদকালীন সময়ে হেলিকপ্টার ওঠানামা করার জন্য দুর্গম এলাকায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করেন।