নয়াদিল্লি: হাইকোর্টে (Calcutta High Court) প্রধান বিচারপতি নিয়োগ না হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে ঝাড়খণ্ডের (Jharkhand) আদালত অবমাননার মামলা। বিচারপতি নিয়োগ না হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন রয়েছে। সেই মামলার শুনানি আপাতত মুলতবি রাখার জন্য কেন্দ্রের তরফে বৃহস্পতিবার আবেদন। আবেদন শোনামাত্রই ঝাড়খণ্ডের মামলাটির উল্লেখ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট কলেজিয়াম ১১ জুলাই ৮টি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে। যদিও সেই সুপারিশ কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন। এদিকে ১৭ সেপ্টেম্বর কলেজিয়াম আগের সুপারিশে তিনটি পরিবর্তন করেছে। পরিবর্তিত সুপারিশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়কে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: গোটা আলোচনাটাই হতাশাজনক, কর্মবিরতি চলবে, বললেন ডাক্তারেরা
আরও খবর দেখুন