কলকাতা: আরজি কর কাণ্ডে (RG kas case) তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল (Trinamool)। হাইকের্টের নির্দেশের পর তদন্তভার সিবিআইয়ের হাতে। দীর্ঘ ২০ থেকে ২৩ দিন ধরে সিবিআই তদন্ত করছে আরজি কর কাণ্ডের। গত ২৩ দিন ধরে সিবিআই নিরব কেন? আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। বৃহস্পতিবার সাংদিক বৈঠকে ব্রাত্য বসু ও শশী পাঁজা বলেন, দীর্ঘ ২৩ দিন ধরে তদন্ত করার পর সিবিআই নিরব। তথ্য প্রমাণলোপাট নিয়ে কেন চুপ সিবিআই। সিবিআই তদন্তের এই ধোঁয়াশাকেই চ্যালেঞ্জ করছি। বিজেপিকে কটাক্ষ করে বলেন, কেন সিজিও কমপ্লেক্সে অভিযান করল না বিজেপি। কেন সিজিও কমপ্লেক্সে স্মারকলিপি জমা করল না। বিজেপি বিচার চায় না, রাজনীতি চায়।
সম্প্রতি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন রয়েছেন, তেমনই শিল্পী সনাতন দিন্দা রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছেড়েছেন। নাট্য অ্যাকাডেমির দেওয়া সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার ফেরালেন সঞ্জিতা মুখোপাধ্যায়। নাট্যকার-শিল্পীদের পুরস্কার ‘প্রত্যাখ্যান’ নিয়ে কটাক্ষ করেন ব্রাত্য বসু। তিনি বলেন, নাটকের যিনি পুরস্কার ত্যাগ করছেন, তিনি বামফ্রন্টের প্রার্থী ছিলেন। রাজনৈতিক পরিচয়ের নিরিখে তাঁর শৈল্পিক কৃতিত্ব বিচার করেনি। তারপরেও নাট্য অ্যাকাডেমি তাঁকে পুরস্কৃত করেছে। কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনও ঘটনা ঘটে, তাঁদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে, ফেরত দেবেন তো?’ পুরস্কার ত্যাগ নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
দেখুন ভিডিও