কলকাতা: কয়েকদিন আগেই মেট্রোর তরফ থেকে জানানও হয়েছিল ভাড়া বাড়ানো হবে শেষ মেট্রোর। যাত্রী সুবিধার্থে রাত সাড়ে ১০টার পর চালু করা মেট্রো পরিষেবা। কিন্তু তাতে বিশেষ যাত্রী না হওয়ায় মেট্রোর তরফ থেকে জানানও হয় ১০ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে শেষ মেট্রোর ভাড়া। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় মেট্রোর তরফ থেকে। কলকাতা মেট্রোর তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল, এখনই ভাড়া বাড়ানো হচ্ছেনা শেষ মেট্রোর।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ির বদলে পান্তা ভাত, বিক্ষোভ অভিভাবকদের
সেই কথা স্পষ্টভাবে জানানও হয়নি মেট্রোর তরফ থেকে।
মেট্রো, কলকাতায় নিত্যদিনের যাতায়াতের জন্য এখন সবচেয়ে সহজ মাধ্যম। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই মেট্রোর পক্ষ থেকে রাত ১০ঃ৩০টায় চালু করা হয় মেট্রো পরিষেবা। কিন্তু প্রত্যাশা মত যাত্রী সংখ্যা না হওয়ায় মেট্রোর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেষ মেট্রোর ভাড়া ১০টাকা বাড়ানো হবে। যা কার্যকর হওয়ার কথা ছিল গতকাল অর্থাৎ বুধবার থেকে। কিন্তু সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে মেট্রো কর্তৃপক্ষ।
দেখুন অন্য খবর