কলকাতা: নারকো টেস্টের (Narco Test) অনুমতি দিল না আরজি করে (RG Kar Hospital) তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Ray)। শিয়ালদহ আদালতে আবেদন করেছিলেন সিবিআইয়ের (CBI) তদন্তকারীরা। পলিগ্রাফে অভিযুক্ত যা বলেছে তার সঙ্গে নারকো টেস্টের ফলে কোনও মিল রয়েছে কি না তা দেখতে চেয়েছিল সিবিআই। কিন্তু তা না হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করল তাহলে সঞ্জয়ই কি মূল দোষী? তা না হলে কীসের ভয় এই পরীক্ষাতে অনুমতি দিতে? বিজ্ঞান ভিত্তিক এই পরীক্ষাতে অভিযুক্তের মুখ থেকে বেরিয়ে পড়তে পারত আসল কথা। কারণ সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত জেরায় সঞ্জয় রায় অভিযোগের কথা স্বীকার করেনি। তদন্তকারীদের বিভ্রান্ত করেছে সে। এর আগে পলিগ্রাফ টেস্টেও কার্যত নিট ফল শূন্য। এখনও পর্যন্ত প্রকৃত ঘটনাস্থল কোথায় সে ব্যাপারেও তদন্তকারীরা নিশ্চিত হতে পারেনি। সেখানে নারকো টেস্ট হতে পারত গুরুত্বপূর্ণ হাতিয়ার।
কী এই নারকো টেস্ট? জেরায় কোনও অভিযুক্ত যদি সঠিক বয়ান না দেয় অথবা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে তবে সন্দেহের উদ্রেক হয়। নারকো টেস্টে কোনও অভিযুক্ত ব্যক্তির অবচেতন মনে থাকা কথা বেরিয়ে আসার সম্ভাবনা। অভিযুক্তকে একটি সিডেটিভের মাধ্যমে অচেতন করা হয়। তারপরে একের পর এক প্রশ্ন করা হয়। সেগুলির সঙ্গে জেরায় দেওয়া বয়ান মিলিয়ে দেখা হয়।
আরও পড়ুন: নরেন্দ্র মোদির মন্তব্যে ইডি, সিবিআই ও আইটি তদন্তের দাবিতে মামলা খারিজ
আগামী ১৭ তারিখ সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি রয়েছে। সবার চোখ এখন সেদিকে। সেখানে সিবিআই এই তদন্তের বিষয়ে কী রিপোর্ট দেয় সেটাই দেখার।
আরও খবর দেখুন