আঙ্কারা: জীবন বিপন্ন জেনেও গাজায় (Gaza) যাব। তুরস্কের সংসদে দাঁড়িয়ে এমনই বললেন প্যালেস্তাইনের (Palestine) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (Mahmud Abbas)। বৃহস্পতিবার তিনি বলেন, ইজরায়েলের হামলায় ইতিমধ্যে গাজায় ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আমি প্যালেস্তাইনের নেতৃত্বে থাকা অন্য ভাইদের সঙ্গে নিয়ে গাজায় যাব। তাতে যদি আমার প্রাণ যায় যাক। একটি শিশুর প্রাণের চেয়ে আমার প্রাণ বেশি গুরুত্বপূর্ণ নয়।
রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি তুরস্ক গিয়েছেন। সেখানে তিনি বলেন, গাজা আমাদের। আমরা সমাধানের জন্য কোনও ভাগ মেনে নেব না। গাজা ছাড়া প্যালেস্তাইন হতে পারে না। উল্লেখ্য, আব্বাস ফতেহ প্যালেস্তাইনের নেতা। যারা হামাসের শত্রু বলেই পরিচিত। ইজরায়েলে গত অক্টোবরে হামাস আক্রমণ চালানোর পর থেকে গাজায় ঢুকে হামলা চালাচ্ছে ইজরায়েল। যা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।
আরও পড়ুন: ছাত্র হত্যার তদন্ত করতে বাংলাদেশে আসবে রাষ্ট্রপুঞ্জের টিম
আরও খবর দেখুন