ওয়েব ডেস্ক: হার মানছে না কেউ। গত কয়েকমাস ধরে হিজবুল্লা ও ইজরায়েল ধুন্ধুমার। হিজবুল্লার সামরিক সক্ষমতা ইতিমধ্যেই জানান দিয়েছে গোষ্ঠী। শত্রুপক্ষ ইজরায়েলও নাজেহাল। কী বলছে দেশটির সাবেক সামরিক প্রধান আমিস মালকা। ঠিক কী বলছেন তিনি?
আমিস মালকা সাবধান করেছে ইজরায়েলকে। হিজবুল্লার সামরিক শক্তির কথা আজ কারোর অজানা নয়। পাল্লা দিয়ে সংঘর্ষে জড়ালেও ইজরায়েল হিজবুল্লার সঙ্গে পেড়ে উঠবে না। এই আশঙ্কা কতটা সত্য?
আরও পড়ুন: হিজবুল্লার তান্ডবে ২ দিনেই শেষ ২০ ইজরায়েলি সেনা
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন হিজবুল্লার তরফ থেকে একটি ক্ষেপনাস্ত্র ধেয়ে আসে ইজরায়েলের দিকে। কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক সময় সাইরেন দিতে ব্যর্থ হয়েছে। ফলে সফল হয়েছে হিজবুল্লার উদ্দেশ্য। এরপর পাল্টা আক্রমণ করলে হিজবুল্লাকে ঠেকানো অসম্ভব বলে জানিয়েছে আমিস মালকা।
দেখুন আরও খবর: