ওয়েব ডেক্স: দ্য বাশারের কবল থেকে মুক্ত হয়েছে সিরিয়া। তারপরই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের ঘুম ভেঙেছে। এবার মাঠে নামলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। সিরিয়াকে মুক্ত করবে ইরান। আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার সংকট নিয়ে মুখ খুললেন খামেনি। তেহরানের এক সভা থেকে এবার সিরিয়া নিয়ে সরব খামেনি।
তিনি জানান, সিরিয়া দখলের খবর আগেই ইরানের গোয়েন্দারা জানিয়েছিল বাশার সরকারকে। কিন্তু সে খবরে কর্ণপাত করেনি বাশার সরকার। সিরিয়ার ঘটনা আমাদের কর্মকর্তাদের জন্য শিক্ষা যে শত্রুকে কখনও হালকা ভাবে নেওয়া উচিত নয়। পাশাপাশি তিনি এও জানান, লেবাননেফের যুদ্ধ শুরুর বার্তা দিয়েছে ইজরায়েলি সৈন্য সংগঠন। আসাদ সরকারের পতনের সময় কেন মদত দিতে পারেননি ইরান? তাও সাফ করেন খামেনি। জানান, সিরিয়ার আকাশপথ ও জলপথ দূরে হওয়ায় সামরিক সাহায্য প্রদান সম্ভব হয়নি।
আরও পড়ুন: স্নানের সময়ও মাথায় রাজমুকুট থাকত অসীন! মায়ের না-জানা কথা ফাঁস করলেন চার্লস
খামেনি সাফ জানান, এবার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবে ‘এক্সিস অফ রেজিটেন্স’। আমেরিকাকে শক্ত হাতে দমন করতেও আগের চেয়ে আরও শক্তি নিয়ে মাঠে নামবে ইরান সমর্থিত এই সংগঠন। ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে।
প্রসঙ্গত, আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে চলেছে ইজরায়েল। দেদার হামলা চলছে আকাশ পথে। দখল করছে সিরিয়ার গোলান মালভূমির একের পর এক অংশ। যা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশ্ব।
দেখুন আরও খবর: