ঢাকা: নাম না করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করলেন শেখ হাসিনা (Sheikh Hasina)। শনিবার বাংলাদেশের (Bangladesh) ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে শেখ হাসিনার একটি লিখিত বিবৃতি পোস্ট করেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। এই বিবৃতির মাধ্যমে শেখ হাসিনা নাম না করে ইউনুস সরকারকে (Interim Government of Bangladesh) খোঁচা দেন। হাসিনা লেখেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লিগ সরকারকে হটিয়ে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামি-সহ ১৯৭১-এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে।”
হাসিনা তাঁর বিবৃতিতে বাংলাদেশের সংকটময় পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন যে বাংলাদেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করা হচ্ছে। সেই কারণে এইসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এই বিষয়ে হাসিনা তাঁর লিখিত বিবৃতিতে লেখেন, “দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।” পাশাপাশি, তিনি এও অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে পরিকল্পতভাবে মুছে ফেলা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের নতুন বিপদ ‘আরাকান আর্মি’?
প্রসঙ্গত, ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরোধীতা করাকে ভালো চোখে দেখছে না ঢাকা। ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে সেই কথা জানিয়েছিলেন বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিম উদ্দিন। এই বিষয়ে সহমত পোষণ করে বিবৃতি দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি সাফ জানিয়ে দেন, আওয়ামি লিগ নেত্রী ভারতে বসে ইউনুস সরকারের বিরোধীতা করবে, সেটাকে নয়াদিল্লি সমর্থন করে না। সেই কারণে এবার নাম না করেই ইউনুস সরকারকে খোঁচা দিলেন শেখ হাসিনা।
দেখুন আরও খবর: