নদিয়া, বিশাল সিংহ রায়- সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) পরিবারের দাদাগিরি! অপমানে আত্মঘাতী প্রতিবেশী মহিলা। ভোর বেলা প্রতিবেশীর বাড়ির ফুল গাছ থেকে ফুল তোলার অপরাধে কান ধরে উঠবস করিয়ে শাস্তি। অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক মহিলা। ঘটনার জেরে চাঞ্চল্য নৃসিংহপুর (Narsinghpur) এলাকায়।
সূত্রের খবর, শান্তিপুর থানার (Shantipur Thana) নৃসিংহপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা এক মহিলা শুক্রবার ভোরে তারই এক প্রতিবেশীর বাড়ির ফুল গাছ থেকে ফুল তোলে। অভিযোগ, এই বিষয়ে ওই প্রতিবেশী পরিবার ফুল তোলার অপরাধে ওই মহিলাকে অপমান করে, গাছে বেঁধে রাখে ও সবার সামনে কান ধরে উঠবস করায়।
আরও পড়ুন- উল্টোরথে জোরদার নিরাপত্তা ব্যবস্থা দিঘায়, কখন পড়বে রথের রশিতে টান?
অভিযোগ, এর পরই অপমানে শুক্রবার গভীর রাতে নিজের বাড়ির ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই মহিলা। পরে শনিবার ভোরে পরিবারের লোকেরা ওই মহিলার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে শান্তিপুর পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
মৃতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশীর পরিবারের সদস্য সিভিক ভলান্টিয়ার হিসেবে শান্তিপুর থানায় কর্মরত। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পুলিশের ভয় দেখিয়ে দিনভর বার বার ফুল তোলার জন্য মৃত মহিলাকে অপমান করে ওই প্রতিবেশী পরিবার। ঘটনায় প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে শনিবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত মহিলার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
দেখুন আরও খবর-