নয়াদিল্লি: মহিলা পুলিশ অফিসারকে (police Officer) চড় মারার ঘটনায় অভিযুক্ত বিধায়কের আগাম জামিন আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত সেইসঙ্গে স্পষ্ট করে দিয়েছে, প্রকাশ্যে কেমন আচরণ করা উচিত তার উদাহরণ যারা নেতৃত্বে আছেন, তাঁদেরই স্থাপন করতে হয়।
আদালত সূত্রে খবর, মহিলা অফিসারকে চড় মারার ঘটনায় অভিযুক্ত ওড়িশার বিধায়ক, বিজেপি নেতা জয়নারায়ণ মিশ্র।
ওড়িশা হাইকোর্টে বিজেপি নেতার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।
আরও পড়ুন:রাজধানীর বাতাসে বিষ, ধোঁয়াশায় ঢাকল চারিদিক, ব্যহত ট্রেন-রেল পরিষেবা
মিশ্রের আইনজীবী আদালতে জানান, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন নেই। কারণ প্রকাশ্য দিবালোকে ঘটনা ঘটেছে এবং সেটির ভিডিও ছবি রয়েছে।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি সম্বলপুর কালেক্টরেটের সামনে ধরনা অবস্থান চলাকালীন ওই ঘটনার অভিযোগ। পুলিশ সেখানে বিক্ষোভকারীদের অফিসে ঢোকার আগেই আটকে দেয়। এক মহিলা পুলিশ অফিসার মিশ্রকে এগিয়ে যেতে বাধা দেন।
সেই কারণে তাঁকে উদ্দেশ্য করে নেতার বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ সহ তাঁকে স্পর্শ করা, তারপর পুলিশ আধিকারিককে থাপ্পড় মারেন তিনি। সেই সূত্রে মিশ্রের বিরুদ্ধে মহিলার সম্ভ্রমহানি, মানহানি, ফৌজদারী অপরাধ, সরকারি কর্মীর বিরুদ্ধে ফৌজদারি বলপ্রয়োগ একাধিক অভিযোগ আনা হয়। তবে মিশ্রের অভিযোগ, ওই মহিলা অফিসার তাঁর সঙ্গে অভদ্র ব্যবহার এবং নিগ্রহ করেন।
দেখুন অন্য খবর: