পশ্চিম বর্ধমান: এক মহিলা ও তার সঙ্গীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলায়। এলাকার মহিলাদের কাছ থেকে নথি সংগ্রহ করে তা দিয়ে বিভিন্ন মাইক্রোফিনান্স সংস্থা ও ব্যাঙ্ক থেকে ঋণ (Loan) করিয়ে সেই টাকা তুলে নেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাঁকসার সাতকাহনিয়া, বনকাটি ও অযোধ্যা এলাকায়। ওই এলাকারই বাসিন্দা প্রতিমা কোড়া নামে এক মহিলার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যদিও ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকাছাড়া ওই মহিলা।
সোমবার দুপুরে কাঁকসা থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ জানান গ্রামবাসীরা। সাতকাহনিয়া এলাকার মহিলাদের অভিযোগ, প্রতিমা কোড়া নামের ওই মহিলা এবং তার সঙ্গীরা এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে সেখানকার মহিলাদের কাছ থেকে নথি সংগ্রহ করে। এবং সেই নথি দিয়ে বিভিন্ন মাইক্রোফিনান্স সংস্থা এবং ব্যাঙ্ক থেকে লোন পাইয়ে দেওয়ার কথা জানায়। টাকা পাওয়ার প্রলোভনে পা দিয়ে অনেকেই তাদের নথি তুলে দেয় ওই মহিলার হাতে। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবার তাঁরা ক্ষুদ্র আকারে ঋণ পান বিভিন্ন মাইক্রোফিনান্স সংস্থা ও ব্যাঙ্ক থেকে। অনেকেই তাদের ঋণ শোধ করে দেন। কিন্তু ঋণ শোধ করে দেওয়ার পরও ব্যাঙ্ক ম্যানেজাররা একাধিক মহিলার বাড়ি গিয়ে তাঁদের কাছে টাকা চায়। টাকা না পেয়ে ঋণ প্রদানকারী সংস্থা ও ব্যাঙ্কের ম্যানেজাররা গ্রামের মহিলাদের হুমকি দেয় বলে অভিযোগ। এই বিষয়ে গ্রামবাসীরা প্রতিমা কোড়ার সঙ্গে যোগাযোগ করতে গেলে ওই মহিলার কোনও সন্ধান পাননি। পরে তাঁরা বুঝতে পারেন ওই মহিলার দ্বারা প্রতারিত হয়েছেন। প্রতিমা কোড়াকে যাতে পুলিশ গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেয় সেই দাবি নিয়ে কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন বনকাটি সাতকাহনিয়া ও অযোধ্যা এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: রাজারহাটে কুপিয়ে খুন ব্যাঙ্ককর্মীকে
আরও খবর দেখুন