কলকাতা: আরজি করে (RG Kar Hospital) তরুণী ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের সঞ্জয় রায়ের (Sanjay Roy) হয়ে আদালতে সওয়াল করতে চাননি কোনও আইনজীবী (Lawyer)। কিন্তু, বিচার প্রক্রিয়ার অঙ্গ হিসেবে অভিযুক্ত আইনজীবী পাবেন। সেই মোতাবেক একজন আইনজীবী দেওয়া হয়েছে। এক মহিলার বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযুক্তের হয়ে সওয়াল করার সেই দায়িত্ব একজন মহিলা আইনজীবী নেওয়ায় আলোচনায় এসেছেন তিনি। তাঁর নাম কবিতা সরকার।
ধৃত সঞ্জয়ের হয়ে মামলা লড়বেন ৫৩ বছরের কবিতাদেবী। এই দায়িত্ব নিয়ে কবিতা সংবাদমাধ্যমকে বলেন, সবার মতো আমিও নির্যাতিতার বিচার চাই। তবে দেশে সবারই আইনি অধিকার রয়েছে। অভিযুক্তরও। এখানে আমাকে আমার কাজ করতে হবে। সঞ্জয়ের হয়ে কোনও আইনজীবী দাঁড়াতে না চাওয়ায় বিপাকে পড়েছিল সিবিআই। অবশেষে সেই আইনি জটিলতার পথ কেটেছে। স্টেট লিগাল সার্ভিস অথরিটির আইনজীবী কবিতাদেবী ২৫ বছর এই পেশার সঙ্গে যুক্ত। তিনি
হুগলির মহসিন কলেজ থেকে আইনে গ্র্যাজুয়েট। আলিপুর আদালত থেকে তাঁর কর্মজীবন শুরু। গত জুন মাসে স্টেট লিগাল সার্ভিস অথরিটির আইনজীবী হিসেবে শিয়ালদহ কোর্টে আসেন। এই আইনজীবী জানিয়েছেন, এটা তাঁর সবচেয়ে কঠিন মামলা।
আরও পড়ুন: চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ
আরও খবর দেখুন