জমালপুর: গত সেপ্টেম্বর মাসে বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। তারপর বিলটি যায় রাজভবনে। সেখান থেকে এই বিল গিয়েছে রাষ্ট্রপতি ভবনে। এখন সেটিকে আইনে পরিণত করার দাবিতে শনিবার পথে নেমেছে রাজ্যের মহিলারা। এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে শুরু হয়ে জামালপুর বাজার, থানার সামনে দিয়ে গিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় শেষ হয়। সেখানে একটি পথসভা করা হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাঁতরা এবং শোভা দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, গোষ্ঠীর ব্লকের নেত্রী ঝর্ণা বেগম শেখ সহ মহিলা প্রধান, উপ প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যারা।
আরও পড়ুন: ‘সেবাশ্রয়’ প্রকল্পের ঘোষণা অভিষেকের
প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এই প্রতিবাদ মিছিলে শামিল হন। উপস্থিত মহিলা নেত্রীরা কেন্দ্র সরকারের গায়ের জোরে এই অপরাজিতা বিল আটকে রাখার তীব্র প্রতিবাদ করেন। এদিনের মিছিল থেকে মহিলারা হুঁশিয়ারি দিয়ে জানান, যদি অবিলম্বে এই বিল আইনে পরিণত না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে পশ্চিমবঙ্গের মহিলারা।
দেখুন আরও খবর: