কলকাতা: পথে এবার নাম সাথী…
আরজি কর কাণ্ডে (RG Kar Incident) তোলপাড় রাজ্য। স্বাধীনতার দিবসের প্রাক মুহূর্তে মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে ও নিরাপত্তার দাবি কলকাতা থেকে জেলা-রাস্তায় প্রতিবাদের ঢেউ। শহরের রাজপথ দখল নিয়েছে মহিলারা। শহরের যাদবপুর, গড়িয়াহাট, বেহালা, রাসবিহারি, দমদম, শ্যামলা, সিঁথির মোড় সহ বিভিন্ন এলাকায় রাস্তায় বিচার দাবিতে স্লোগান তুলে প্রতিবাদে শামিল শয়ে শয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই। রাত যত বাড়ছে, রাস্তায় প্রতিবাদী মানুষের ভিড় বাড়ছে। বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ পথে নেমেছেন। সকলের মুখে একটাই কথা ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই। মশাল হাতে পথে নেমেছেন মহিলারা (Women Protest For RG Kar )। মেয়েরা পথে নেমেছেন, তাঁদের সন্তানের জন্য ভয় হচ্ছে, তাই আজ পথে নেমেছেন তাঁরা।
আরও পড়ুন: আরজি করের ঘটনাকে বাংলাদেশ প্রসঙ্গ তুলে মন্তব্য মমতার
সোদপুর পানিহাটির মেয়ের এই মৃত্যু চোখে জল বাঁধ মানেনি বাংলার। ১০ অগস্ট রাতে ফেসবুকে পোস্ট করে মেয়েদের রাত দখলের আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিংহ। সেই ডাকে সাড়া দিয়ে কলকাতা-জেলা সকলেই আজপথে। রাত ৯টার আগে থেকেই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ভিড় বাড়তে শুরু করেছে মেয়েদের। রাত সাড়ে ১১টা থেকে যাদবপুরের কর্মসূচি শুরু হয়। অন্যতম উদ্যোক্তা রিমঝিম বলেন, এই বিপুল সাড়া প্রমাণ করে যে, আমাদের সকলের মধ্যেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই আমরা জড়ো হয়েছি। বিচার তো আমরা অবশ্যই চাইব। আরজি কর হাসপাতালের সামনে জমায়েত শুরু হয়েছে। কেউ জাতীয় পতাকা হাতে, কেউ মুখে কালো কাপড় বেঁধে রাতের শহর দখলের জমায়েতে হাজির সকলেই। একই ছবি দেখা গিয়েছে কলেজ স্ট্রিট ও অ্যাকাডেমি চত্বর থেকে। সেখানেও প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছে মহিলার।
দেখুন ভিডিও