কলকাতা: পানিহাটির মেয়ের এই মৃত্যু চোখে জল বাঁধ মানেনি বাংলার। শহর থেকে প্রতিবাদ ছড়িয়েছে গ্রামে। রাজনৈতিক-অরাজনৈতিক, নারী-পুরুষ নির্বিশেষে রাতের রাস্তায় সামিল হয়েছেন সবাই। কেউ জাতীয় পতাকা হাতে, কেউ মুখে কালো কাপড় বেঁধে রাতের শহর দখলের জমায়েতে হাজির সকলেই। শহর থেকে জেলা শিলিগুড়ি, ইসলামপুর, মালদহ, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বজবজ, মুর্শিদাবাদ, নদিয়া, নামখানা, হুগলি, হাওড়া প্রতিবাদ ছবিটা একই। মশাল-প্ল্যাকার্ড হাতে পথে নামছেন মহিলারা। পা মেলাচ্ছে পুরুষেরাও। রাস্তায় প্রতিবাদী মানুষের ভিড়। মোমবাতি জ্বালানো হচ্ছে পথে। কোথাও ছবি আঁকছেন স্থানীয় বাসিন্দারা।
আরজি কর (RG Kar Incident) মেডিক্যাল কলেজ হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ। ‘রাত দখলে’র আহ্বান জানিয়ে, আজ স্বাধীনতার প্রাক মুহূর্তে রাজ্য়জুড়ে পথে নেমেছেন মেয়েরা। আরজি করের ঘটনার বিচার চাই’ স্লোগান তুলে রাত ৯টা থেকে মেদিনীপুর শহরের পঞ্চুরচক রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে মশাল জ্বেলে শুরু হয় মিছিল। হুগলির মশাটে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন মহিলা পুরুষ নির্বিশেষে। বসিরহাটের ইটিন্ডা রোডের বোর্ড ঘাটে রাস্তা অবরোধ করে রাত জাগা কর্মসূচিতে নামেন মেয়েরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে তাঁদের কর্মসূচি চলছে। রানাঘাট, উত্তরপাড়ায় পথে নেমেছেন মহিলা পুরুষরা। শিলিগুড়িতে পথে নেমেছেন সকলেই। কেউ শাঁখ বাজাচ্ছেন। কেউ বা জ্বালিয়েছেন মোবাইলের ফ্ল্যাশ।
আরও পড়ুন: আচমকা আক্রান্ত আরজি কর হাসপাতাল দেখুন ভয় ধরানো ছবি
আরজি করের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাত দখলের মধ্যে দিয়ে ঝালদার মহিলাদের পক্ষ থেকে আয়োজিত হল প্রতিবাদ মৌন মিছিল। প্রতিবাদ জানিয়ে ব্যানার প্লেকার্ড নিয়ে হাঁটেন ঝালদার মহিলারা। বজবজে প্রতিবাদ মিছিলে শামিল হন মহিলারা। ঝাড়গ্রামে রাত দখল নিল মহিলারা। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য রাত দখল। রাগ দেখালে ডোমকলের রাজপথে প্লেন ডোমকল শহরের মহিলারা। অন্যদিকে নামখানাতে রাত দখল করল শতাধিক মহিলা ও পুরুষ। নামখানার সড়কপথে মোমবাতি মিছিল করে পথেই বসলেন এলাকার শতাধিক মহিলা ও পুরুষ। নদিয়ায় মোমবাতি নিয়ে মিছিল করেন মহিলার।
অন্য খবর দেখুন