কলকাতা: সেনা পাহারায় শুরু হল বাংলাদেশের (Bangladesh) থানাগুলির (Police Station) কাজ। গত তিন দিন ধরে পুলিশ শূন্য ছিল থানাগুলি। শেখ হাসিনা (Sheikh Hasina) দেশ ছাড়ার পর থেকেই উত্তাল বাংলাদেশ। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন থানাগুলিতে হামলা চলে। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন পুলিশকর্মীরা। শুক্রবার ২৯টি থানায় কাজ শুরু হয়েছে বলে বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ওই রাতেই একের পর থানায় হামলা হয়। টার্গেট করা হয় পুলিশকর্মীদের। পরিবর্তিত পরিস্থিতিতে থানাগুলি প্রায় অচল হয়ে পড়ে। ভেঙে পড়েছিল পুলিশের জরুরি পরিষেবাও। দেশের পুলিশ ব্যবস্থা চলছিল অল্প লোক নিয়ে। পুলিশের পরিষেবার জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯ নম্বরে ফোন করে সাড়া মিলছিল না। নিরাপত্তাহীনতায় ভোগা পুলিশকর্মীরা কর্মবিরতির ডাক দেয়। তাঁদের দাবি ছিল, যতক্ষণ পর্যন্ত তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত না হয় ততদিন কাজে যোগ দেবেন না। শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। তবে এখনও অনেক থানায় কাজ শুরু হয়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের পরিস্থিতিতে কমিটি গঠন করল কেন্দ্র সরকার
আরও খবর দেখুন