
শিলিগুড়ি: শিলিগুড়ি শহর জুড়ে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। আদালতের (Court) নির্দেশে একের পর এক অবৈধ নির্মাণ গুড়িয়ে (Demolished) দিচ্ছে শিলিগুড়ি পুরনিগম (Siliguri Corporation)। আদালতের নির্দেশে সোমবার শিলিগুড়ির ৩৪নম্বর ওয়ার্ডের বি ব্লকের বাসিন্দা অরুণ মন্ডলের এমনই এক অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে পরিবারের বাধার মুখে পড়তে হল পুরনিগমের কর্মী ও পুলিশ প্রশাসনকে। পরিবারের মহিলা সদস্যরা বাধা দেয়।
দীর্ঘ আলোচনার পর অবশেষে যখন পুরসভা নির্মাণ ভাঙ্গার কাজ শুরু করে তখনও একইভাবে পরিবারের সদস্যরা বাধা দিতে যায়। তবে সেখানে থাকা বিশাল পুলিশ বাহিনী তাদের সরিয়ে দিয়ে নির্মাণটি ভেঙে ফেলে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান তপাদার। তিনি আদালতের রায়কে মান্যতা দেন এবং অবৈধ নির্মাণ ভেঙে ফেলার পক্ষে কথা বলেন।
আরও পড়ুন: বিদ্যুৎ বিভ্রাট, সাগরদিঘিতে বিক্ষোভ
আরও খবর দেখুন