নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্স (Paris Olympics) শেষে দেশে ফিরে অভ্যর্থনা দেখে চোখে জল কুস্তিগির বিনেশ ফোগটের (Vinesh Phogat)। দিল্লি বিমানবন্দের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁকে। কোলে তুলে নেওয়া হয়। তিনি বললেন, যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে শুভেচ্ছা। শনিবার দিল্লিতে পা দিয়েই তিনি আবেগপ্রবণ হয়ে যান। সেখানে হাজির ছিলেন বজরং পুনিয়া ও সাক্ষী মালিক। ফোগট প্যারিস অলম্পিক্সে ফ্রি স্টাইল মহিলাদের ৫০ কেজি বিভাগের কুস্তিতে ফাইনালে উঠেছিলেন। কিন্তু, অতিরিক্ত ওজনের কারণ দেখিয়ে তাঁকে বাতিল করা হয়। তিনি সোনা জয়ের কাছাকাছি পৌঁছেছিলেন। কিন্তু পদক হাতছাড়া হয় তাঁর। এরপর রুপোর দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করলেও তা ফোগটের পক্ষে যায়নি।
তাঁর যোগ্যতামান বাতিল হয়ে যাওয়ার পর তিনি আন্তর্জাতিক কেরিয়ারে অবসরের ঘোষণা করেন। তার দিকে তাকিয়ে ছিলেন দেশবাসী। অনেকেই মনে করেন তাঁকে বাতিল করে তাঁর সঙ্গে ন্যায়্য বিচার হয়নি। তার প্রতি সহানুভূতির হাওয়া বইয়ে যায় সর্বত্র। ইতিমধ্যে হরিয়ানার বাসিন্দা বিনেশকে যোগ্য সম্মান দিতে রাজ্যসভায় সাংসদ করার দাবি তুলেছেন অনেকেই।
আরও পড়ুন: এবার জামায়েতে বিএনপি সংঘর্ষ, বাংলাদেশ কোন পথে?
আরও খবর দেখুন