ঢাকা: ভারতের সমস্ত টিভি চ্যানেল নিষিদ্ধ হয়ে যেতে পারে বাংলাদেশে। অর্থাৎ, এবার বাংলাদেশ থেকে কোনও ভারতীয় টিভি চ্যানেল নাও দেখা যেতে পারে। কারণ, সেই দেশের অনেকেই মনে করছেন যে, বাংলাদেশকে নিয়ে উষ্কানীমূলক সংবাদ পরিবেশন করছে ভারতের টিভি চ্যানেলগুলি। সম্প্রতি বাংলাদেশের হাইকোর্টে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার দাবিতে একটি রিট পিটিশনের আবেদন করা হয়েছে। সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া। তিনি জানান, চলতি সপ্তাহে এই আবেদনটির উপর শুনানি হতে পারে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর এজলাসে।
আরও পড়ুন: বাংলাদেশকে বকেয়া ১৩৫ কোটি টাকা মিটিয়ে দিতে বলল ত্রিপুরা সরকার
সূত্রের খবর, এই রিট পিটিশনের আবেদনে বাংলাদেশের টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করার দাবি তোলা হয়েছে। সেই সঙ্গে টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর উল্লেখ করে বলা হয়েছে যে, এই আইনের ২৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হোক। এমনকি, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এই আবেদনে আরও বলা হয়েছে, ‘ভারতীয় টিভি চ্যানেলগুলিতে উষ্কানীমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে দেশের যুব সমাজ কোনও আইন মানছে না।’ এককথায়, বাংলাদেশের বুকে ভারতীয় মিডিয়ার কণ্ঠরোধের জন্যই হয়তো এই পিটিশন জারি হয়েছে।
দেখুন আরও খবর: