মাদারিহাট: বেহাল যোগাযোগ ব্যবস্থা। নেই উন্নত স্বাস্থ্য ব্যবস্থাও। নির্বাচনের দিন তাই সেতু নির্মাণ, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ও টোটো সম্প্রদায়ের মানুষের আসন সংরক্ষণের দাবিতে সরব হলেন পদ্মশ্রী প্রাপ্ত লেখক ধনীরাম টোটো সহ মাদারিহাট বিধানসভার টোটোপাড়ার অন্যান্য বাসিন্দারা। এই টোটোপাড়া প্রবেশ করতে হলে পার করতে হয় সাতটি ঝোড়া ও নদী। যা বর্ষায় ভয়ংকর রূপ ধারণ করে। ফলে বর্ষায় গ্রামেই একপ্রকার বন্দি হয়ে থাকতে হয় টোটো সম্প্রদায়ের মানুষদের। জরুরী কোনো কাজ বা কেউ অসুস্থ হলে প্রানের ঝুঁকি নিয়ে সেগুলো পার করেই যাতায়াত করতে হয় এই আদিম জনজাতির মানুষদের।
আরও পড়ুন: শিন্ডে-পওয়ারের ব্যাগপত্রে তল্লাশি চালাল নির্বাচন কমিশন
পাশাপাশি, গ্রামে বেহাল স্বাস্থ্য ব্যবস্থাও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক বছরেরও বেশি সময় ধরে কোনো চিকিৎসক নেই টোটোপাড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য ব্যবস্থা বেহাল হওয়ায় কেউ অসুস্থ হলে যেতে হয় ৩৪ কিলোমিটার দূরে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল অথবা ৫০ কিলোমিটারেরও বেশি দূরে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। যাতায়াতের এই রাস্তায় পড়ে ছয় ঝোড়া নদী। তাই এই নির্বাচনের দিন তাই সেতু নির্মাণ, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ও টোটো সম্প্রদায়ের মানুষের আসন সংরক্ষণের দাবিতে সরব হলেন পদ্মশ্রী প্রাপ্ত লেখক ধনীরাম টোটোও।
দেখুন আরও খবর: