মেমারি: চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল মেমারি গ্রামীণ হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। হাতে লাগল চোট, কিন্তু প্রেসক্রিপশনে লেখা হল পায়ের এক্স-রে। এভাবে উদাসীন হয়ে চিকিৎসা করলে রোগীদের কি হবে? প্রশ্ন তুলছেন রোগীরা। বুধবার রাতে জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রামের বাসিন্দা কৌশিক চ্যাটার্জী হাতে ব্যথা নিয়ে মেমারি গ্রামীণ হাসপাতালের এমার্জেন্সি বিভাগে চিকিৎসা করাতে আসেন। সেই সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে দেখে প্রেসক্রিপশন লিখে দেন এবং হাতের একটি এক্স-রে করানোর পরামর্শ দেন। ডাক্তারবাবুর কথামতো পরের দিন কৌশিক বাবু এক্স-রে বিভাগে গেলে সেখানে কর্তব্যরত টেকনিশিয়ান তাঁর পায়ের এক্স-রে করাতে যান বলে অভিযোগ।
আরও পড়ুন: হোস্টেলে র্যাগিং! ছাত্রীর অভিযোগে শিরোনামে বর্ধমান বিশ্ববিদ্যালয়
ঠিক সেই মুহূর্তে সময় কৌশিক বাবু বাধা দেন। তিনি জানান যে তাঁর পায়ে নয় হাতে চোট লেগেছে। কিন্তু ওই টেকনিশিয়ান জানান, প্রেসক্রিপশনে পায়ের এক্স-রে করার কথা লেখা রয়েছে। এর পরেই কৌশিক বাবু পুনরায় এমার্জেন্সি বিভাগে গিয়ে আরেকটি প্রেসক্রিপশন করে নিয়ে আসেন। কর্তব্যে উদাসীনতার অভিযোগ তুলে কৌশিক বাবু হাসপাতালের ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
পড়ুন অন্য খবর: