কলকাতা: গত শনিবার অর্থাৎ নভেম্বরের শেষ দিন কলকাতায় অনুষ্ঠিত হল দিলজিৎ দোসাঞ্জের শো। আর সেখানেই উপস্থিত হলেন, টলি অভিনেতা অভিনেত্রী যশ – নুসরাত। একসঙ্গে নাচও করলেন তারা। দেখুন সেই ভিডিও
https://www.instagram.com/reel/DDAOU9vTQmf/?igsh=MTZ4cmNpZTJsbWI2Zg==
আরও পড়ুনঃ জামিন পেলেও জেলমুক্তি নয়! নেপথ্যে অয়ন শীলের পুনঃগ্রেফতারি?
দিলজিৎ দোসঞ্জ। পপ জগতের শিরোনামে তিনি। ইতিমধ্যেই তাঁর পক্ষ থেকে চলছে দিল – লিমুইনাটি শো। ভারতের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই তিনি এই শো করেছেন, আর গত শনিবার কলকাতায় ছিল দিলজিৎয়ের শো। সেখানেই উপস্থিত হন বলি তারকা দম্পতি যশ – নুসরাত। একসঙ্গে নাচলেন ‘ লাভার ‘ গানে। এর আগে দিলজিৎ দোসঞ্জ দিল্লি, জয়পুর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ এবং পুনে ঘুরে সিটি অফ জয় কলকাতায় পা রাখেন। ‘ আমি শুনেছি সেদিন’ গানে হলুদ ট্যাক্সিতে বসে কলকাতাও ঘোরেন তিনি। শুধুমাত্র তাই নয়, কলকাতার শো যাতে ভালো হয় সেই প্রার্থনা নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন গায়ক। আর সেই অনুষ্ঠানেই এবার হাজির হতে দেখা যায় যশ – নুসরাতকে। দুজনেই ব্যাপক ভাবে মজা করেন পুরো কনসার্ট। যা ধরা পড়ে অভিনেত্রীর শেয়ার করা রিলেই।
দেখুন অন্য খবর