কলকাতা: এবার যাত্রীসাথী অ্যাপের (Yatri Sathi App) সাহায্যে সরকারি বাসের (Government Bus) টিকিট বুক করা যাবে। বাসের টিকিট কাটার ক্যাশলেস সিস্টেম চালু করছে রাজ্যের পরিবহণ দফতর। প্রাথমিকভাবে ১২ টি সরকারি বাস রুটে এই পরিষেবা চালু হবে। পরে ধাপে ধাপে গোটা শহর জুড়েই এই ব্যবস্থা কার্যকরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামিদিনে শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন সরকারি বাস রুটে গুলিতে এই ডিজিটাল টিকিট ব্যবস্থা চালু হবে।
আরও পড়ুন: বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ভাঙড়ে গৃহবধূর মৃত্যু
শুক্রবার পরিবহন দফতরের থেকে নয়া এই পদ্ধতির সূচনা করলেন রাজ্যে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Transport Minister Snehashis Chakraborty)। শুধু সরকারি বাসের টিকিট নয়, একইসঙ্গে কাটা যাবে ফেরি সার্ভিসেরও টিকিট। ইতিমধ্যেই এই অ্যাপের সাহায্যে প্রায় ৭০ হাজার চালক রাজ্যের ২৭ লক্ষ মানুষকে এই পরিষেবা পাচ্ছে। যাত্রিসাথী অ্যাপের সাহায্যে আগে শুধুমাত্র ট্যাক্সি বুক করার সুবিধা পেতেন যাত্রীরা। এবার সরাসরি অ্যাপের সাহায্যে বাসের টিকিট কাটা যাবে। এছাড়া পরবর্তী সময়ে কিউআর কোড এর সাহায্যেও ডিজিটাল টিকিট কাটতে পারবেন এশহরের যাত্রীরা।
অন্য খবর দেখুন