ওয়েবডেস্ক- জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা (Bharatiya Jana Sangh Founder) শ্যামাপ্রসাদ মুখার্জির (Syama Prasad Mookerjee) ১২৫তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানালেন যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath) । লখনউতে আয়োজিত একটি অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন শিক্ষাবিদ হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এবং ১৯৪৩ সালে বাংলার দুর্ভিক্ষের সময় তাঁর সেবার কথা স্মরণ করেন।
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম ৬ জুলাই ১৯০১ সালে। মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হন। তিনি একজন মহান শিক্ষাবিদ এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন।
#WATCH | Lucknow | Uttar Pradesh CM Yogi Adityanath offers floral tributes to Bharatiya Jana Sangh founder Dr. Syama Prasad Mookerjee on his birth anniversary pic.twitter.com/jsN4gWjUi7
— ANI (@ANI) July 6, 2025
বাংলার দুর্ভিক্ষের সময় তাঁর অবদান দেশ স্মরণ করে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার যখন জম্মু ও কাশ্মীরকে পৃথক মর্যাদা দেওয়ার চেষ্টা করছিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। যোগীর আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছেন, জম্মু ও কাশ্মীরকে মূলধারায় নিয়ে এসেছেন। তাঁর জীবন ভারতের ঐক্যের জন্য উৎসর্গীকৃত ছিল। প্রথম নেহেরু মন্ত্রিসভায় তোষণ নীতির কারণে তিনি পদত্যাগ করেন।
আরও পড়ুন- ‘৯০’ এ পা রেখে কী বার্তা দিলেন দালাই লামা?
প্রশাসনে রাজ্যপালের হস্তক্ষেপের প্রতিবাদে এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনকে অকার্যকর বলে সমালোচনা করে মুখার্জি ১৯৪২ সালের নভেম্বরে বাংলার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের সময় তাঁর মানবিক প্রচেষ্টা, যার মধ্যে ত্রাণ উদ্যোগ, সমাজের সেবার প্রতি তাঁর অঙ্গীকারকে তুলে ধরে। স্বাধীনতার পর, তিনি জওহরলাল নেহরুর অধীনে অন্তর্বর্তীকালীন সরকারে শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে যোগদান করেন।
বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, লিকায়েত আলী খানের সঙ্গে দিল্লি চুক্তির ইস্যুতে, মুখার্জি ৬ এপ্রিল, ১৯৫০ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ১৯৫১ সালের ২১ অক্টোবর, শ্যামাপ্রসাদ মুখার্জি দিল্লিতে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, এর প্রথম সভাপতি হন। ১৯৫৩ সালে মুখার্জি কাশ্মীর পরিদর্শনে যান এবং ১১ মে তাকে গ্রেফতার করা হয়। ২৩ জুন, ১৯৫৩ সালে আটক অবস্থায় তিনি মারা যান।
দেখুন আরও খবর-