আলিপুরদুয়ার: ডুয়ার্সের ভুটান সীমান্ত চা বাগান এলাকাতে শুরু হয়েছে ড্রাগসের (Drugs) রমরমা কারবার। বাইরের জেলা থেকে ড্রাগস নিয়ে এসে আলিপুরদুয়ার জেলার চা বাগান এলাকায় তা জোগান দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে জেলা পুলিশ (Police)। ইতিমধ্যে চা বাগান এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশার ক্যাপসুল সহ এক যুবককে গ্ৰেফতার করল কালচিনি থানার পুলিশ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালচিনি পুলিশ কালচিনি ব্লকের (Kalchini Block) চুয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে। অভিযোগ ওই যুবক স্কুটি করে নেশার ক্যাপসুল পাচার করছিল। তার কাছ থেকে প্রচুর নেশার ক্যাপসুল উদ্ধার হয়। ঘটনাস্থলে আসেন কালচিনির বিডিও মিঠুন মজুমদার, আলিপুরদুয়ারের এসডিপিও সহ একাধিক পুলিশ আধিকারিক। আধিকারিকদের উপস্থিতিতে উদ্ধার ক্যাপসুল বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুন: গ্রাম্য সালিশি সভাতে বিতর্ক, ধারালো অস্ত্র দিয়ে খুন যুবক
কালচিনি থানার ওসি গৌরব হাজদা জানান, অভিযুক্তের কাছ থেকে ১১০৫৫ পিস নেশার ক্যাপসুল উদ্ধার হয়েছে। অভিযুক্ত বাইরে থেকে নেশার ক্যাপসুল নিয়ে এসে চা বাগান এলাকায় পাচার করছিল। অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে আজ শুক্রবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে। গোটা ঘটনার তদন্ত চলছে।
আরও খবর দেখুন