কলকাতা: প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৬৬ লক্ষ ২৬ হাজার টাকা খোয়ালেন কলকাতার এক তরুণী। এটিও একধরণের ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ঘটনা। দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের নাম করে আইনি জটিলতার ভয় দেখিয়ে প্রথমে তরুণীকে আতঙ্কে ফেলা হয়। তারপর তাঁকে এই বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করতে বাধ্য করা হয় বলে খবর। তবে শেষমেশ ভয় কাটিয়ে চারু মার্কেট থানার দ্বারস্থ হয় প্রতারিত তরুণী। দায়ের করা হয় লিখিত অভিযোগ। তারপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে চারু মার্কেট থানার পুলিশ। বিভিন্ন জায়গায় চালানো হয় তল্লাশি। অবশেষে, শিয়ালদহর একটি হোটেল থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল, একটি সিম কার্ড এবং ব্যাঙ্কের কিছু নথি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক বড়বাজার শাখার জালিয়াতি কাণ্ডে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
যদিও এই ঘটনা ঘটে প্রায় একমাস আগে। একদিন ওই তরুণীর ফোনে একটি কল আসে, যেখানে তাঁকে বলা হয়, তাঁর নামে একাধিক জাতীয় পর্যায়ের অভিযোগ রয়েছে। দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের নাম করে এই ভুয়ো ফোন আসে বলে জানা গিয়েছে। এমনকি তরুণীকে জানানো হয় যে, এইসব অভিযোগ ‘সেটেলমেন্ট’ না করলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। এটি শুনে ভয় পেয়ে তরুণী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে অভিযুক্তদের ৬৬ লক্ষ ২৬ হাজার টাকা দেন। কিন্তু তারপর সন্দেহ হয় তাঁর। তিনি সোজা গিয়ে ওঠেন চারু মার্কেট থানায়। সেখানে পুলিশ জানায়, তাঁর নামে কোনও এরকম অভিযোগ নেই। এরপর তদন্তে নেমে শিয়ালদহ থেকে জগন্নাথ শিন্ডে এবং বিনোদ কোন্দিবা নামের দু’জনকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, তরুণীর টাকা উদ্ধারের সবরকম চেষ্টা করা হবে।
দেখুন আরও খবর: