নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকির ঘটনায় মহারাষ্ট্রের (Maharshtra) এক তরুণী গ্রেফতার। হোয়াটস্অ্যাপ সূত্রে ধরল মুম্বই পুলিশ (Mumbai Police)। অভিযুক্তের বাড়ি মহারাষ্ট্রের ঠাণে জেলার উল্লাসনগরে। জানা গিয়েছে, তিনি তথ্যপ্রযুক্তিতে স্নাতক। ওই তরুণীর নাম ফতেমা খান। রবিবার দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মুম্বই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপ মারফত ওই হুমকির বার্তা এসেছিল। তরুণীকে জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, এর পিছনে আর কেউ রয়েছেন কি না। তবে ওই তরুণীর মানসিক অস্থিরতা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
হুমকি বার্তায় বলা হয়, যদি যোগী আদিত্যনাথ ১০ দিনের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে তাঁকে বাবা সিদ্দিকীর মতো খুন করা হবে। উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বইয়ের বান্দ্রায় এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করা হয়। সেই কারণে, এই হুমকি বার্তা পাওয়ার পর মুম্বই পুলিশ বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করে। মুম্বই পুলিশের একটি ট্রাফিক কন্ট্রোল নম্বরে হোয়াটসঅ্যাপ ম্যাসেজটি পাঠানো হয়।
আরও পড়ুন: পেলের দেশের প্রৌঢ়া সংসার ছেড়ে বিয়ে করলেন কুড়ি বছরের ছোট ভারতীয়কে
দেখুন অন্য খবর: