কলকাতা: আচমকাই মেট্রোর (Kolkata Metro) লাইনে নেমে পড়লেন যুবক-যুবতী। ময়দান স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ওই দুই যুবক-যুবতী ময়দান স্টেশন থেকেই টিকিট কেটেছিলেন। তারপরই আচমকা লাইনে নেমে সোজা হাঁটতে থাকেন। যার জেরে অফিস টাইমে থমকে যায় পরিষেবা।ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এই ঘটনা ফের একবার প্রশ্নের মুখে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন: ওরা বিচার চায় না, চেয়ার চায়, মন্তব্য মমতার
সূত্রের খবর, ছেলেটি শহরের বাসিন্দা, মেয়েটি জায়গার থেকে এসেছেন। ময়দান স্টেশনে টিকিট কাটার পর আচমকাই ওই দু’জন প্লাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে লাইনে নেমে পড়েন। দেখতে পান একজন মোটর ম্যান। তিনি তখন মেট্রো নিয়ে কবি সুভাষের দিকে যাচ্ছিলেন। দেখতে পান আরপিএফেরও। দেখতে পেয়েই ছুটে আসেন আরপিএফের জওয়ানরা। তাঁদের দেখেই মেয়েটিকে ফেলে রেখে চম্পট দেয় ছেলেটি। মেয়েটিকে লাইনে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ময়দান থেকে পার্ক স্ট্রিটের মাঝে থার্ড লাইনে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। ৯:১০ মিনিট থেকে ৯:৩২ মিনিট পর্যন্ত থার্ড লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে। এরইমধ্যে মেয়েটিকে ধরে এনে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রাখা হয়। ছেলেটির খোঁজ শুরু হয়েছে।
অন্য খবর দেখুন