বিক্রমাদিত্য বিশ্বাস, ইসলামপুর: ট্যাব (TAB) কেলেঙ্কারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার ইসলামপুর (Islampur) থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের রংচুরি এলাকা থেকে গ্রেফতার এক যুবক। অভিযুক্তের নাম মহম্মদ আলম মুস্তাকিম।
শুক্রবার কালিম্পং জেলার গরুবাথান (gorubathan) থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় মুস্তাকিমকে গ্রেফতার করেছে। এই ঘটনায় হতবাক তার পরিবারে সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে গত এক মাস আগে দশ হাজার টাকা মুস্তাকিমের অ্যাকাউন্টে ঢুকেছিল। সেই টাকা খরচও করে দেন তিনি।
আরও পড়ুন:‘কার কখন গুলি লেগে যাবে তা কেউ বলতে পারবে না’, কসবা কাণ্ডে খোঁচা দিলীপের
স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন মুস্তাকিম কুষ্ঠরোগী। বাড়িতে ছোটো একটি মুদিখানা দোকান রয়েছে। কিছু জমি জায়গা রয়েছে। তা চাষবাস করে খান। তাদের অনুমান কৃষক দফতরের একাধিক প্রকল্পের মাধ্যমে হয়তো তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটাই মনে করে খরচ করে দিয়েছেন।
তবে বিষয়টি আগেই পুলিশকে জানানো উচিত ছিল বলে মনে করছেন অনেকেই। এবং এই ঘটনায় অযথা কোনও নিরীহ মানুষ সাজা না পায় তার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ রিজওয়ান আলম।
দেখুন অন্য খবর: