লখনউ: ফের বন্দে ভারত এক্সপ্রেসকে(Bande Bharat Express) লক্ষ্য করে পাথর ছোড়ার ( pelting incident) অভিযোগ। পাথরের আঘাতে ওই ট্রেনের একটি জানলার একটি কাচ ফেটে গিয়েছে। ঘটনায় ২২ বছরের যুবকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের লখনউ থেকে উত্তরাখণ্ডের দেহরাদূনের দিকে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস।
দেহরাদূনের আগে খারাঞ্জা কুতুবপুর গ্রামের উপর দিয়ে যাওয়ার ট্রেনে পাথর ছোড়ার ঘটনাটি ঘটে। তবে যাত্রীর সকলেই সুরক্ষিত আছে। পাথরটি আচমকা সি-৬ কামরার একটি জানলায় এসে পড়ে। তবে কাচটি জানলার কাচ ভেদ করে ভিতরে ঢুকে গেলে যাত্রীদের আঘাত লাগার সম্ভবনা ছিল। এযাত্রায় বড়সড় রক্ষা। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন:অস্ত্রোপচারের ভিডিও সম্প্রচারে আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা, ‘গুরুতর বিষয়’ সুপ্রিম সম্মতি
ঘটনার পর থেকেই বন্দে ভারটের চালক মোরাদাবাদের কন্ট্রোল রুমের যোগাযোগ করে পুরো বিষয়টি জানান। সেখান থেকেই খবর পায় পুলিশ। ঘটনার সূত্র ধরে রেলপুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। সেখানে তল্লাশি চালিয়ে ২২ বছরের যুবককে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রেলপুলিশের ইনস্পেক্টর রবি কুমার সিওয়াচ জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে রেলওয়ে আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। কেন সে এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।। এই ঘটনার পিছনে অন্য কেউ আছে কিনা তাও তদন্ত করছে পুলিশ।
দেখুন অন্য খবর: