কলকাতা: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইুউনুস (Md Yunus) ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মোদিকে আশ্বাস দিলেন ইউনুস। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এক্স হ্যান্ডলে তা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সাহায্য অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদি বলেছিলেন, ভারতের ১৪০ কোটি মানুষ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদাই বাংলাদেশের শুভাকাঙ্খী। ভারত সর্বদাই বাংলাদেশের অগ্রগতি চায়। আমরা আশা রাখি বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু সহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হোক।
আরও পড়ুন: কর্মসূচি হিংস্র হবে বোঝা যায়নি, আরজি কর ভাঙচুরে ব্যর্থতা স্বীকার পুলিশের
গত ৮ অগাস্ট বাংলাদেশে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের পর শুভকামনা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন মোদি।
আরও খবর দেখুন