হারারে: জিম্বাবোয়ের (Zimbabwe) কাছে হেরে গেল ভারত (T20)। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এক সপ্তাহের মধ্যে মাঠে নেমে মুখ থুবরে পড়ল ভারতীয় ক্রিকেট দল। বিশ্বজয়ী দলের কোনও সদস্য অবশ্য জিম্বাবোয়ের এই ম্যাচে খেলেনি। জিম্বাবোয়ের কাছে ১৩ রানে হারল ভারত। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে করে ৯ উইকেটে ১১৫ রান। জবাবে শুভমন গিলের দলের ইনিংস ১৯.৫ ওভারে ১০২ রানে শেষ হয়। ব্যাট হাতে হতাশ করলেন দুই ওপেনার অভিষেক শর্মা (শূন্য) এবং রিয়ান পরাগ (২)। ব্যর্থ হলেন রুতুরাজ গায়কোয়াড় (৭) এবং রিঙ্কু সিংহ (শূন্য)।
২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলের ইনিংস ধরার চেষ্টা করেন শুভমন এবং ধ্রুব জুরেল। ধ্রুব জুরেল করেন ১৪ বলে ৬ রান। ১০ ওভারের শেষে শুভমনদের রান হয় ৫ উইকেটে ৪৩। ভারতের অধিনায়ক করেন ২৯ বলে ৩১ রান। ওয়াশিংটন সুন্দর ২৭ রান করেন। জিম্বাবোয়ের সফলতম বোলার চাতারা ১৬ রানে ৩ উইকেট নেন। ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন রাজা। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুভমন। ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন রবি বিষ্ণোই। ওয়াশিংটন ১১ রান দিয়ে ২ উইকেট, ১৬ রানে ১ উইকেট মুকেশের, ২৯ রানে ১ উইকেট আবেশের।
আরও পড়ুন: ১৯৯৬ বিশ্বকাপ : ভেঙ্কটেশ প্রসাদকে কেন স্লেজিং করেছিলেন আমির সোহেল?