কফিপ্রেমীদের জন্য সুখবর। খুলছে কফি হাউস। রাজ্যের করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। যার জেরে ধাপে ধাপে বিধিনিষেধের নিয়ন্ত্রণও তোলা হচ্ছে। খুলছে রেস্তরাঁ। তারই অঙ্গ হিসাবে এ বার বাঙালির আড্ডার নস্ট্যালজিক স্থান কফি হাউস ফের খুলছে। আজ, বুধবার থেকে খুলে যাচ্ছে কফি হাউস। তবে সরকারি বিধিনিষেধ মেনে মাত্র তিন ঘণ্টার জন্যই খোলা থাকবে।
একই সঙ্গে জারি থাকবে একাধিক কোভিড নিষেধাজ্ঞা। ইন্ডিয়ান কফি হাউস ওয়ার্কার্স কো–অপারেটিভ লিমিটেডের সম্পাদক তপন পাহাড়ি বলেন, ‘সরকারি সব বিধিনিষেধ মেনে কফি হাউস খোলা হবে মাত্র তিন ঘণ্টার জন্য। এরপর রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
গত বছর, প্রথমবার লকডাউনের সময় প্রথম বন্ধ হয়ে কফি হাউসের দরজা। লকডাউনের পর কফি হাউস খুলতেই দেখা গেল আবঙালির চিরদিনের আড্ডা। তবে তাতে করোনা পূর্ববর্তী দিনের ছবির সঙ্গে কফি হাউসের ছবিতে কিছুটা ফারাক লক্ষ্য করা যায়। শারীরিক দূরত্ববিধি মানার ফলে কমে গিয়েছিল টেবিলের সংখ্যা। বাদ যায় একাধিক মেনু। সকাল থেকে যেমন খোলা ছিল তেমনই খোলা থাকছিল কফি হাউস। তবে এ বার সকাল নয়, বিকালে খোলা থাকবে। তাও মাত্র তিন ঘণ্টার জন্য। বিকেল পাঁচটা থেকে রাত আটটা।
ফের শুরু কফি হাউসের সেই আড্ডাটা
Follow Us :