skip to content
Thursday, May 1, 2025
HomeCurrent Newsফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ, নাদাল ও ফেদেরার

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ, নাদাল ও ফেদেরার

Follow Us :

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন তিন চ্যাম্পিয়ন রজার ফেদেরার, নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল। এবারের ফরাসি ওপেনে তিনজনকেই একই দিকে রাখা হয়েছে। সব কিছু ঠিক মতো এগোলে জকোভিচের সঙ্গে ফেদেরারের দেখা হওয়ার কথা কোয়ার্টার ফাইনালে। তার আগে বৃহস্পতিবার তিন জনই তৃতীয় রাউন্ডে উঠলেন। তবে জকোভিচ এবং নাদাল স্ট্রেট সেটে জিতলেও একটি সেট খোয়াতে হল ফেদেরারকে। বহু দিন পরে গ্র্যান্ড স্লাম খেলছেন ফেদেরার। কুড়িটি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার এবার অষ্টম বাছাই। দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-২, ২-৬, ৭-৬ (৭-৪) এবং ৬-২ গেমে হারালেন বিশ্বের প্রাক্তন তিন নম্বর ক্রোয়েশিয়ার মার্লিন সিলিককে। প্রাক্তন আমেরিকা ওপেন চ্যাম্পিয়নকে হারাবার আগে অবশ্য বিতর্কে জড়িয়ে পড়লেন ফেদেরার। দুটো পয়েন্টের মাঝে তোয়ালে দিয়ে মুখ মুছতে তিনি বেশি সময় নিচ্ছেন এই অভিযোগ করেন সিলিক। তাঁকে সমর্থন করেন চেয়ার আম্পায়ার এমানুয়েল জোসেফ। এই নিয়ে ফেদেরারের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক হয় আম্পায়ারের।

এরই মধ্যে প্রথম সেট জেতার পর ফেদেরার দ্বিতীয় সেটে হেরে যান। তৃতিয় সেটেও সিলিকের বিরুদ্ধে তাঁকে জিততে হয় টাই ব্রেকারে। তবে চতুর্থ সেটে তিনি সিলিককে দাঁড়াতেই দেননি। সেট জিতে নেন ৬-২ গেমে। তৃতীয় রাউন্ডে ফেদেরার খেলবেন জার্মানির ৫৯ নম্বর বাছাই ডমিনিক কোয়েফারের সঙ্গে। ফেদেরার একটি সেট হারলেও নোভাক জকোভিচ কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতলেন কোনও সেট না হারিয়েই। উরুগুয়ের পাবলো কুয়েভাসকে তিনি হারালেন ৬-৩, ৬-২ এবং ৬-৪ গেমে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিততে কুড়িটি গ্র্যান্ড স্লামের মালিক নাদালকেও তেমন বাধা পেতে হয়নি। ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েকে তেরো বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল হারালেন ৬-০, ৭-৫, ৬-২ গেমে। তৃতীয় রাউন্ডে নাদালের সামনে ইংল্যান্ডের ক্যামেরন নরি।

মেয়াদের বিভাগে গত বারের চ্যাম্পিয়ন পোল্যান্ডের ইগা সোয়াইটেক তৃতীয় রাউন্ডে উঠলেন সুইডেনের রেবেকা পিটারসনকে ৬-১, ৬-১ গেমে হারিয়ে। এবার সোয়াইটেক খেলবেন এস্তোনিয়ার তিরিশ নম্বর বাছাই আ্যানেট কন্টাভিটের সঙ্গে। তৃতীয় রাউন্ডে উঠলেন আমেরিকার সোফিয়া কেনিনও। চতুর্থ বাছাই আমেরিকার কেনিন ৭-৫, ৬-৩ গেমে হারালেন স্বদেশীয় হেইলি ব্যাপতিস্তেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular