অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিচারে ২০২১-২২ মরসুমের বর্ষসেরা ফুটবলার হলেন সুনীল ছেত্রী এবং মনীষা কল্যাণ। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী এবার নিয়ে মোট সাতবার বর্ষসেরা ফুটবলার হলেন। প্রথমবার হয়েছিলেন ২০০৭ সালে। পনেরো বছর পরেও তিনি দেশের সেরা ফুটবলার হলেন। গত মরসুমে নিজের ক্লাব বেঙ্গালুরু এফ সি-র হয়ে খুব ভাল খেলতে না পারলেও দেশের জার্সিতে খুবই ভাল খেলেছেন সুনীল। বিশেষ করে এ এফ সি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে তিনটি ম্যাচে চারটি গোল করেছেন তিনি। বর্ষসেরা ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে একজনই বিচারক ছিলেন। তিনি হলেন জাতীয় কোচ ইগর স্টিমাক। আর মেয়েদের ফুটবলে যিনি সেরা হয়েছেন সেই মনীষা কল্যাণ গত বছরের সেরা ইমার্জিং ফুটবলার ছিলেন।
সুনীল ছেত্রী এর আগে ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭ এবং ২০১৮-১৯ মরসুমে সেরার সম্মান পেয়েছিলেন। আর মেয়েদের সেরা মনীষা কল্যাণ ব্রাজিলের বিরুদ্ধে গোল করে সবার নজর কারেন। মেয়েদের জাতীয় লিগে তিনি ১৪টি গোল করেছেন। মণীষা এখন খেলেন এবার ছেলেদের বিভাগে সেরা ইমার্জিং ফুটবলার হয়েছেন মুম্বই সিটি এফ সি-র বিক্রম প্রতাপ সিং। আর মেয়েদের সেরা ইমার্জিং ফুটবলার হয়েছেন মার্তিনা থকচম। বর্ষসেরা রেফারি হয়েছেন ক্রিস্টাল জন। সহকারি রেফারি হয়েছেন উজ্জ্বল হালদার।