skip to content
Thursday, May 1, 2025
HomeCurrent Newsরিয়াল মাদ্রিদের কোচ হলেন কার্লোস আনসোলত্তি

রিয়াল মাদ্রিদের কোচ হলেন কার্লোস আনসোলত্তি

Follow Us :

সম্ভাব্য কোচের তালিকায় নাম ছিল অনেকেরই। কিন্তু সে সবকে উপেক্ষা করে এভার্টন কোচ কার্লোস আনসোলত্তিকে কোচ করল রিয়াল মাদ্রিদ। একষট্টি বছর বয়সী এই ইতালিয়ান অতীতে রিয়ালের কোচ ছিলেন। ২০১৩ থেকে ২০১৫–টানা তিন বছর তিনি কোচ ছিলেন রিয়ালের। তাঁর আমলেই ২০১৪ সালে আনসোলত্তি রিয়ালকে চ্যাম্পিয়ন করেছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। তখন তাঁর সহকারি ছিলেন জিনেদিন জিদান। কাকতালীয়ভাবে জিদানের উত্তরসূরি হলেন আনসোলত্তি।

ইতালির এই শ্রদ্ধেয় কোচের একটি রেকর্ড আছে যা বেশ ঈর্ষণীয়। ইউরোপের দুজন কোচের এই রেকর্ড আছে। আনসোলত্তি ছাড়া দ্বিতীয় জন হলেন পর্তুগালের হোসে মৌরিনহো। তাঁরা দুজনেই দুটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবের কোচ। রিয়াল মাদ্রিদের আগে আনসোলত্তি চ্যাম্পিয়ন করেছিলেন এ সি মিলানকে (২০০৭ সালে)। আর মৌরিনহো ২০০৪ সালে পোর্তোকে চ্যাম্পিয়ন করার পর ২০১০ সালে চ্যাম্পিয়ন করেছিলেন ইন্টার মিলানকে। গত বছর জিদানের কোচিংয়ে রিয়াল মাদ্রিদ কোনও ট্রফি জিততে পারেনি। সেই কারণেই জিদান কোচের পদে ইস্তফা দেন। এখন দেখার তেরো বারের ইউরোপ সেরা আনসোলত্তরির কোচিংয়ে রিয়াল আবার নিজেদের গৌরবের দিনে ফিরতে পারে কি না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular