সঙ্গিনীর দখল নিয়ে লড়াই দুই দাঁতাল হাতির মধ্যে। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলের পর রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হল মালবস্তিতে। দূর থেকে দাঁড়িয়ে দুই দাতাল হাতির তুমুল লড়াই দেখল বাসিন্দারা। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মালবস্তি সংলগ্ন জঙ্গল থেকে বেড়িয়ে আসে দুই হাতি। সেই সময় তাদের দেখে প্রচুর মানুষ ভিড় জমায়। জঙ্গল থেকে বেরিয়েই দাঁতাল দুটি নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ লড়াই চলার পর নেওড়া রেঞ্জের বনকর্মীরা এসে দাঁতাল দুটিকে বোম পটকা ফাটিয়ে ফের জঙ্গলে ঢুকিয়ে দেয়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, ‘সঙ্গিনীর দখলের লড়াইয়ে এমনটাই হয়। জঙ্গলেও সব বন্যপ্রাণীরা এভাবেই সঙ্গিনীকে কাছে পেতে একে অপরের সঙ্গে লড়াই করে। এদিনও একই ঘটনা ঘটেছে।’
Html code here! Replace this with any non empty text and that's it.