ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ ২২ আগস্ট ইন্ডিয়ান নেভির সঙ্গে। তার আগে ১৬ আগস্ট ইস্ট বেঙ্গল দল প্রথম মাঠে নামবে। সেদিন নৈহাটি স্টেডিয়ামে স্টিভন কনস্ট্যানস্টাইনের দল প্রীতি ম্যাচ খেলবে ডায়মন্ডহারবার এফ সি-র সঙ্গে। এই টিমটার কোচ কিবু ভিকুনা, যাঁর কোচিংয়ে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ২০২০ সালে। তবে কিবুর ডায়মন্ডহারবার টিমে কোনও বিদেশি নেই। তাই ইস্ট বেঙ্গল টিমকে তেমন শক্ত প্রতিদ্বন্দিতার সামনে পড়তে হবে না। নৈহাটিতে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে পাঁচটায়।
ডুরান্ডে ইস্ট বেঙ্গলের গ্রুপে আছে এটিকে মোহনবাগান, মুম্বই সিটি এফ সি, রাজস্থান ইউনাইটেড এবং ইন্ডিয়ান নেভি। ২২ আগস্ট ইন্ডিয়ান নেভির সঙ্গে ম্যাচের পর ইস্ট বেঙ্গল ২৫ আগস্ট খেলবে রাজস্থান ইউনাইটেডের সঙ্গে। এর পর ২৮ আগস্ট রবিবার তাদের ম্যাচ এটিকে মোহনবাগানের সঙ্গে। ইস্ট বেঙ্গল গ্রুপের শেষ ম্যাচ খেলবে ৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফ সি-র সঙ্গে। মোহনবাগানের ডুরান্ড অভিযান শুরু ২০ আগস্ট। সেদিন তারা খেলবে রাজস্থান ইউনাইটেডের সঙ্গে। ২৪ আগস্ট মোহনবাগানের খেলা মুম্বই সিটি এফ সি-র সঙ্গে। ২৮ আগস্ট ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলার পর মোহনবাগানের গ্রুপের শেষ ম্যাচ ৩১ আগস্ট ইন্ডিয়ান নেভির সঙ্গে।