মুম্বই : হেরা ফেরি ৩(Hera Pheri 3) থেকে বাদ পড়তে পারেন পরিচালক ফরহাদ সামজি(Farhad Samji)।গতবছর থেকেই বারবার সিনেপ্রেমীমহলে চর্চায় উঠে এসেছে হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।যে ছবিতে আরও একবার পর্দায় দেখা যাবে রাজু শ্যাম ও বাবু ভাইয়ার(Raju,Shyam,Babu Bhaiya) সেই বিখ্যাত ট্রায়োকে।অনেক টালবাহানার পর ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন অক্ষয় কুমার(Akshay Kumar)।রয়েছেন সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালও(Sunil Shetty & Paresh Rawal)।গতমাসেই ছবির প্রোমোর শ্যুটিং সেরেছেন তিন বলিউড তারকা।ছবির নাম হেরা ফেরি ৩(Hera Pheri 3),নাকি হেরা ফেরি ৪(Hera Pheri 4)।সেই নিয়ে যেমন গুঞ্জন রয়েছে তেমনই জল্পনা শোনা গিয়েছে ছবির পরিচালক নিয়ে। একসময় শোনা গিয়েছিল হেরা ফেরি ৩ পরিচালনা করতে চলেছেন অনীশ বাজমি(Anees Bazmee)। কিন্তু প্রযোজকের সঙ্গে বিবাদের জেরে ছবির দায়িত্ব নিতে রাজি হননি ওয়েলকাম খ্যাত পরিচালক।পরবর্তীকালে ছবিটি নাকি পরিচালনার ভার পেয়েছেন ফরহাদ সামজি।যিনি কিসি কা ভাই কিসি কি জান পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
বক্সঅফিসে ভাল ব্যবসা করলেও মোটেও আশানুরূপ সাফল্য পায়নি সলমনের নতুন ছবি।এমনকি কিসি কা ভাই কিসি কি জান দেখে ভ্রু কুঁচকেছেন ভাইজান ভক্তরা।তাই নড়েচড়ে বসেছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা(Firoz Nadiadwala)।বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর,হেরা ফেরি ৩ পরিচালনার দায়িত্ব থেকে বাদ পড়তে পারেন ফরহাদ সামজি।তার বদলে নতুন পরিচালকের খোঁজে রয়েছেন প্রযোজক।এবার হেরা ফেরি ৩-র নতুন পরিচালক কে হন এখন সেটাই দেখার।