Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাTATA IPL 2022 : প্রাক্তনীর ব্যাটে নববর্ষের সন্ধেয় কেকেহার, লিগ টেবিলে পতন...

TATA IPL 2022 : প্রাক্তনীর ব্যাটে নববর্ষের সন্ধেয় কেকেহার, লিগ টেবিলে পতন নাইটদের

Follow Us :

মুম্বই, ১৬ এপ্রিল : “রাহুল, নাম তো সুনা হি হোগা ৷” ২০২০ মরুশহরে চেন্নাইয়ের বিরুদ্ধে রাহুল ত্রিপাঠীর ব্যাটে মুগ্ধ শাহরুখ তাঁর কালজয়ী ছবির এই টুকরো ডায়লগটাই টুইট করেছিলেন ৷ এরপরেও গত দু’মরশুমে একাধিক ম্যাচে বেগুনি শিবিরের ত্রাতা হয়েছেন ত্রিপাঠী ৷ কিন্তু ২০২২ মেগা নিলামের আগে তাঁকে রিটেইন করেনি কলকাতার ফ্র্যাঞ্চাইজি ৷ শুক্রবার বাংলা নববর্ষের সন্ধেয় ব্র্যাবোর্ন সেই অভিমান যেন ঝরে পড়ল ত্রিপাঠীর ব্যাটে ৷ আর তাতেই উৎসব ফিকে কেকেআর অনুরাগীদের ৷ সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে হেরে লিগ টেবিলে চারে নেমে গেল শ্রেয়স আইয়ারের দল  ৷

যদিও প্রথমে ব্যাট করে এদিন কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানিকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রাই দিয়েছিল পার্পল ব্রিগেড ৷ তিন পরিবর্তনে এদিন দল সাজিয়েছিল নাইটরা ৷ ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন অ্যারন ফিঞ্চ ৷ ওপেনিং জুটি ফের হতাশ করলেও নীতিশ রানার ৩৬ বলে ৫৪, দ্রে রাসের ২৫ বলে ৪৯ এবং অধিনায়কের ২৫ বলে ২৮ নির্ধারিত ২০ ওভারে কেকেআর-কে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলতে সাহায্য করে ৷

জবাবে ৩৯ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে রাহুল ত্রিপাঠী-এইডেন মার্করাম জুটি দুঃস্বপ্ন হয়ে দেখা দেয় নাইটদের জন্য ৷ দু’জনের কেউই এদিন শ্রেয়সের দলের বোলারদের রেয়াত করেননি ৷ ৪টি চার এবং ছয় ছক্কায় ত্রিপাঠী ৩৭ বলে ৭১ রান করে আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মার্করাম (Rahul Tripathi hits 71 runs from 37) ৷ তৃতীয় উইকেটে যোগ হয় ৯৪ রান ৷

৩৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া ব্যাটার ৷ সুনীল নারিন একটু কৃপণ বোলিং করলেও প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তীরা এদিন ছিলেন অসহায় ৷ মার্করামের সঙ্গে ৫ রানে অপরাজিত থেকে যান নিকোলাস পুরান ৷ সবমিলিয়ে ১৩ বল বাকি থাকতেই কার্যসিদ্ধি করে ফেলে সানরাইজার্স ৷ টানা তৃতীয় জয়ে লিগ টেবিলে অবস্থান উন্নত হল উইলিয়ামসনদের ৷ ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে নামল নাইটরা ৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments