কলকাতা: তরুণ ক্রিকেট প্রতিভা লালন করতে আসছে গ্লোফ্যানস গ্লোবাল হাইস্কুল কাপ Global High School Cup)। গত ১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির শারজা শহরের হোটেল হলিডে ইন্টারন্যাশনালে আয়োজিত হল এই টুর্নামেন্টের ট্রফি এবং থিম সং লঞ্চ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার সইদ আজমল (Saeed Ajmal), আমিরশাহির প্রাক্তন ক্রিকেটার শাহজাদা আলতাফ (Shahjada Altaf) এবং প্রাক্তন ক্রিকেটার ও কোচ ডেভ হোয়াটমোর (Dev Whatmore)।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২০টি সেরা স্কুল-টিম অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। ছ’ দিন ধরে হতে চলা টুর্নামেন্টের প্রতিদিন দুটি করে ম্যাচ হবে এবং নৈশালোকে দুটি ডে-নাইট ম্যাচ হবে। মূল ইভেন্ট আয়োজিত হবে শারজা এবং আজমানে তবে অনুশীলনের সুবিধা থাকবে দুবাই শহরে।
আরও পড়ুন: কেরিয়ারে ৯০০ গোল! অনন্য নজির রোনাল্ডোর
বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথমে গ্লোবাল স্কুল কাপের থিম সং উদ্বোধন করেন হোয়াটমোর। অফিসিয়াল টি শার্ট লঞ্চ করলেন শাহজাদা আলতাফ। এককালে দুনিয়া কাঁপানো অফস্পিনার আজমল বলেন, “তরুণ প্রতিভা চিনে নেওয়ার দারুণ মঞ্চ হতে চলেছে এই টুর্নামেন্ট। সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে কতটা দায়বদ্ধতা এবং ধারাবাহিকতার প্রয়োজন হয় তা বুঝতে এবং বিকশিত হতে সাহায্য করবে।”
এদিকে ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জন্য শ্রদ্ধা, প্রশংসা ঝরে পড়েছে আজমলের গলায়। তিনি বলেন, “শচীন মহান ক্রিকেটার, পৃথিবীর সবথেকে সৎ এবং দয়ালু ক্রিকেটার। আমি তাঁকে স্যর বলি এবং তিনি সেই সম্মানের উপযুক্ত। আমি তাঁর সঙ্গে খেলেছি, এটা আমার কাছে বিরাট সম্মানের। তাঁকে আউট করেছি, সেটা খুশির।”
দেখুন অন্য খবর: