২০ মার্চ ২০২৩, সোমবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
প্রথম আইপিএল সংস্করণে মোট পাঁচটি দল অংশ নিতে চলেছে
Womens IPL Auction: কী কী চমক থাকছে এবারের মহিলা আইপিএলে? জানতে পড়ুন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  জয়জ্যোতি ঘোষ
  • আপডেট সময় : ০৭-০২-২০২৩, ৯:১২ অপরাহ্ন

মুম্বই: মহিলাদের আইপিএল (WIPL) শুরু হতে চলেছে ৪ মার্চ। আর আইপিএলের নিলাম আগামী ১৩ ফেব্রুয়ারি। শুরু হতে চলা এই আইপিএল সংক্রান্ত বেশ কিছু তথ্য জেনে রাখা জরুরি-

•    প্রথম আইপিএল সংস্করণে মোট পাঁচটি দল অংশ নিতে চলেছে। 
•    এই পাঁচটি দল হচ্ছে- বেঙ্গালুরু, দিল্লি , গুজরাত, লখনউ এবং মুম্বই। 
•    প্রতিটি দলের জন্য বরাদ্দ ১২ কোটি টাকা। 
•    প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিতে ১২ থেকে ১৮ জন করে ক্রিকেটার। এরমধ্যে ৭ জন আবার বিদেশি ক্রিকেটার। 
•    আনক্যাপড ক্রিকেটারের বেস প্রাইস ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা। 
•    ক্যাপড ক্রিকেটারের বেস প্রাইস ৩০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা। 
•    মুম্বই এবং নভি মুম্বইতে অনুষ্ঠিত হবে মহিলা আইপিএলের প্রথম সংস্করণ।
•    আদানি স্পোর্টসলাইন, ইন্ডিয়াউইন স্পোর্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস, জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড, কাপরি গ্লোবাল হোর্ডিং প্রাইভেট লিমিটেড- এই ফ্র্যাঞ্চাইজিগুলি যুক্ত মহিলা আইপিএলে।

প্রথমে ৪৫ জন ক্রিকেটার নিলামে উঠবেন। নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন বলেছেন, ‘মহিলা আইপিএল একটা অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। এই ইভেন্ট নিয়ে আমি ভীষণভাবে উত্তেজিত। আমি নিশ্চিত মহিলা একটা বৃহৎ আকার নিতে চলেছে।‘

আরও পড়ুন: Womens IPL Auction: আসন্ন মহিলাদের আইপিএল প্রসঙ্গে কী বললেন ঝুলন গোস্বামী? জানতে পড়ুন

উল্লেখ্য, এই আইপিএলে বিশেষ দায়িত্বে রয়েছেন ঝুলন গোস্বামী। মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর এবং বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে ঝুলনকে।  এই বিশেষ দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন দায়িত্ব পেয়ে আমি ভীষণ খুশি। এই লিগে অনেক তরুণ ক্রিকেটার থাকবে যাঁরা সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ফিরেছে। ইতিমধ্যেই তাঁরা স্পটলাইটে। অল্প বয়সে অনেক টাকাও উপার্জন করবে তাঁরা। ঠিক এই সময়েই প্রয়োজন একজন মেন্টরের। আমি সেই দায়িত্ব পালন করব। মেয়েদের বলবো মাঠে বেশি সময় ব্যয় করতে, প্রচুর পরিশ্রম করতে। বাকিটা ক্রিকেট আপনাআপনি ফিরিয়ে দেবে।‘

Tags : Womens IPL Auction মহিলাদের আইপিএল নিলাম

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.