মুম্বই: কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজার জুটির ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। এদিন সাদা বলের ক্রিকেটে দেখা গেল অন্য রাহুলকে। ভারতের স্কোর যখন ১৬/৩, তখন ব্যাট করতে আসেন লোকেশ রাহুল। এরপর ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাডেজার সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন এবং দলকে জেতান। বলা যেতে পারে শুক্রবার রাতে মায়ানগরীর 'বাজিগর' হয়ে ওঠেন রাহুল। কঠিন সময়ে ৯১ বলে ৭৫ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন। মারলেন ৭টি বাউন্ডারি এবং ১টি ওভারবাউন্ডারি। তাঁকে যোগ্য সঙ্গ দেন রবীন্দ্র জাডেজা। তিনি করেন ৪৫ রান। বাউন্ডারির বাইরে বল পাঠালেন পাঁচবার।
তবে এদিন ভারতীয় টপ অর্ডার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ। দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ঈশান কিষাণ (৩), বিরাট কোহলি (৪) এবং সূর্যকুমার যাদব (০)। শুরুতে ভালো টাচে দেখা গেলেও ইনিংসের সম্পূর্ণতা দিতে ব্যর্থ শুভমান গিল (২০)। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়া (২৫) কিছুটা নিয়ন্ত্রণের সঙ্গে ব্যাটিং করেন। অস্ট্রেলীয় বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৩ এবং মার্কাস স্টয়নিস নেন ২টি উইকেট।
এর আগে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১৮৮ রানে। এদিন ব্যাট হাতে ব্যর্থ ওপেনার ট্রেভিস হেড। মাত্র ৫ রানে সিরাজের বলে বোল্ড হয়ে যান এই অজি ওপেনার। তবে অপর ওপেনার মিচেল মার্শ আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৬৫ বলে ৮১ রান করেন। মারেন ১০টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট ১২৪.৬২। এরপরে ২২ রান করে সেট হওয়ার পর আউট হয়ে যান স্টিভ স্মিথ। জন ইঙ্গলিস ২৬ এবং ক্যামেরন গ্রিন করেন ১২ রান। ব্যাট হাতে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল(৮) এবং মার্কাস স্টয়নিস (৫)।
ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফর্ম করেন মহম্মদ শামি। সিরাজ এবং শামি নেন ৩টি করে উইকেট। রবীন্দ্র জাডেজা নেন ২টি উইকেট। পান্ডিয়া এবং কুলদীপ যাদব নেন ১টি করে উইকেট।
আরও পড়ুন: ISL Final 2023 | আইএসএল ফাইনালের আগে একনজরে এটিকে মোহনবাগানের শক্তি এবং দুর্বলতা
প্রসঙ্গত, এদিন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমরা বোলিং নিতে চাই। দ্বিতীয় ইনিংসে শিশির ম্যাচে প্রভাব ফেলতে পারে। তাই তখন ব্যাটিং করাটাই শ্রেয়।' অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন, ‘টসে হেরে খুব বেশি ক্ষতি হয়নি। প্রথমে ব্যাটিং পেয়ে আমরা খুশি। অ্যালেক্স ক্যারে অসুস্থ থাকার দরুন দেশে ফিরে গিয়েছেন।’
ভারতের চূড়ান্ত একাদশ-
শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি
অস্ট্রেলিয়ার চূড়ান্ত একাদশ-
ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশানে, জোশ ইঙ্গলিস, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা
শেয়ার করুন