লন্ডন: আর্সেনালের স্বপ্ন কি পূরণ হতে চলেছে? ১৯ বছর পর কি ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে চলেছে উত্তর লন্ডনের ক্লাব? রবিবারের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ হারাল মিকেল আর্তেতার দল। এই জয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক পা এগিয়ে গেল তারা। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্টে রয়েছেন বুকায়ো সাকারা। লিগ জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। ২৭ ম্যাচে নিয়ে ৬১ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
আর্সেন ওয়েঙ্গারের সময় ২০০৩-০৪ মরশুমে শেষবার ইপিএল জিতেছিল আর্সেনাল। গোটা টুর্নামেন্টে একটাও ম্যাচ হারেনি তারা। লিগ জয়ের পর সেই দলের নাম হয়েছিল দ্য ইনভিন্সিবলস। সেবার ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট পেয়েছিল গানাররা। ১৯ বছর পর আবারও লিগ জয়ের স্বপ্ন দেখছেন দলের সমর্থকরা। স্বপ্ন দেখাচ্ছেন মিকেল আর্তেতা, মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকারা। চার বছর আগে দলের দায়িত্ব হাতে পেয়েছিলেন আর্তেতা। প্রথমদিকে সাফল্য পাননি, এমনকী শেষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারেননি। তবু প্রাক্তন মিডফিল্ডারের উপর ভরসা হারায়নি টিম ম্যানেজমেন্ট। অবশেষে তার সুফল পাচ্ছে আর্সেনাল। শুধুমাত্র ম্যাচ জেতাই নয়, যে ব্র্যান্ডের ফুটবল খেলছে আর্তেতার ছেলেরা, তা দেখলে চোখ জুড়িয়ে যাবে।
আরও পড়ুন: El Classico | শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়ে এল ক্লাসিকো জয় বার্সেলোনার
রবিবার সেই ব্র্যান্ডের ফুটবল খেলেই প্যালেসকে চার গোল পুরল আর্সেনাল। জোড়া গোল করেছেন ২১ বছররে তরুণ ফুটবলার বুকায়ো সাকা। তিনি ৪৩ ও ৭৪ মিনিটে গোল করেন। এ মরশুমে আর্সেনালের সেরা ফুটবলার তিনিই। ডান প্রান্ত থেকে মুহুর্মুহু ক্রস বাড়াচ্ছেন, ড্রিবল করে বক্সে ঢুকে পড়ছেন, সেই সঙ্গে বিশ্বমানের গোল করে চলেছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বক্সের বাইরে থেকে তাঁর গোলটি এবার প্রিমিয়ার লিগের অন্যতম সেরা। চমত্কার ফর্মে রয়েছেন অধিনায়ক ওডেগার্ডও। ম্যাচের প্রথম গোলটি ছিল গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। ৫৫ মিনিটে তৃতীয় গোল গ্রানিত জাকার।
ইপিএলের লিগ টেবিলে শীর্ষে যেমন রয়েছে আর্সেনাল এবং দ্বিতীয়তে ম্যান সিটি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রয়েছে তিন নম্বরে। টেটানাহানম রয়েছে চার নম্বরে। পাঁচে নিউক্যাসেল এবং ছয়ে লিভারপুল।
শেয়ার করুন