আমেদাবাদ: মাত্র ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল গুজরাত, তবে যে পারফর্ম্যান্স দলকে ফিরিয়ে দিয়েছেন মোহিত শর্মা, তা সত্যিই অবিশ্বাস্য। বছর তিনেক আগেই আইপিএল টুর্নামেন্ট থেকে ছিটকে যান মোহিত। এরপর নেট বোলার হিসেবে গত বছর হার্দিক পান্ডিয়ার দলের সঙ্গে যুক্ত হন। তাঁর নিখুঁত ইয়র্কার দেখে অবাক ভরসা পান অধিনায়ক। এরপর মোহিতকে দলে নেওয়ার প্রস্তাব দেন হার্দিক। গত বছর সুযোগ না হলেও ২০২৩ সালের টুর্নামেন্টে গুজরাতের জার্সি পড়ে দেখা যায় ভারতীয় এই পেসারকে।
যদি কেকেআরের রিঙ্কু সিং সেদিন যশ দয়ালকে পাঁচটা ছক্কা না হাকাতেন, তা হলে আইপিএলে হয়তো আর খেলাই হত না মোহিতের। এবারের টুর্নামেন্টে গুজরাতে হয়ে প্রথম তিন ম্যাচে খেলেননি মোহিত। রিঙ্কুর সেই দুর্দান্ত পারফর্ম্যান্সর পর দয়ালকে বসি দেয় গুজরাত ম্যানেজমেন্ট। দলের চতুর্থ ম্যাচ ছিল মোহিতের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই তিনি প্রমাণ করে দেন তাঁকে সুযোগ দেওয়া ভুল হয়নি। সেি ম্যাচেই দুটি উইকেট গুজরাতের এই বোলার। এরপর লখনউ, হায়দরাবাদ ম্যাচে বল হাতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে এই টুর্নামেন্টের হয়তো সেরা পারফর্ম্যান্স দিলেন দ্বিতীয় প্লে-অফে মুম্বইয়ের বিরুদ্ধে।
আরও পড়ুন: Pathaan Vs Tiger | Salman Khan | Shahrukh Khan | জানুয়ারিতে ‘পাঠান ভার্সেস টাইগার’
আইপিএলের ইতিহাসে প্লে-অফে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এবারের সিজনেই প্রথম হয়। আকাশ মাধওয়াল পাঁচ রানে ৫ উইকেট নিয়ে গড়েন সেই রেকর্ড। এরপর শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইয়ের বিরুদ্ধে মোহিত পাঁচ উইকেট নিলেন ১০ রান দিয়ে। যার পর থেকেই সমর্থকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, ২০১৪ সালে চেন্নাইয়ের হলে খেলার সময় আইপিএলে বেগুনি টুপি জিতেছিলেন মোহিত। তবে তার কিছু বছর পর থেকেই ছন্দপতন হয় তাঁর। রবিবারের ফাইনাল ম্যাচে মোহিতের দল নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই বিরুদ্ধে। এক সময়এই মাহির হাত ধরেই তিনি বেগুনি টুপি জিতেছিলেন। এখন দেখার বল হাতে চেন্নাইয়ের বিরুদ্ধো আদৌ ফিরকি দেখাতে পারেন কি না মোহিত!!!
শেয়ার করুন